স্কাউট গ্রুপ এর তালবীজ ও তালের চারা রোপণ কর্মসূচি।

*******************************
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২০নং জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ নিজস্ব ব্যবস্থাপনায় ৭নং জগদীশপুর ইউনিয়ন এর অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরপাড় ও রাস্তার পাশে পাঁচ শতাধিক তালবীজ এবং তালের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করে। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার তারা জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর পুকুরপাড় এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মো. নাছির উদ্দিন খাঁন, প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপ এর সম্মানিত গ্রুপ সভাপতি জনাব মোহাম্মদ নুরুল্লাহ্ ভূঞা, গভর্নিংবডির সম্মানিত অভিভাবক সদস্য জনাব সৈয়দ শামসুল আরেফিন রাজিব, জনাব মো. মনিরুজ্জামান, জনাব জলী রাণী দেব, বিদ্যুৎসাহী সদস্য সৈয়দ ইমরুল হোসাইন রাসেল, উপজেলা স্কাউট লিডার ও অত্র গ্রুপের গ্রুপ স্কাউট লিডার জনাব মোস্তাক আহাম্মদ, উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার জনাব আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জনাব কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার জনাব গৌরী রাণী বনিক, সিনিয়র শিক্ষক জনাব লুৎফুন্নাহার, সহকারী শিক্ষক জনাব শরীফ উদ্দিন মাসুম প্রমূখ। সিনিয়র শিক্ষক ও স্কাউট গ্রুপ এর সম্পাদক জনাব মোস্তাক আহাম্মদ বলেন যে, তারা ইতোমধ্যে তিন শতাধিক তালবীজ বপণ করেছেন। তিনি আরও বলেন যে, তিনি ও তাঁর স্কাউট গ্রুপ আগামী পাঁচ বছর চারাগাছগুলোর পরিচর্যা করবেন।